আলিএক্সপ্রেসে ওয়েবমানি দিয়ে পেমেন্ট পদ্ধতিঃ
পদ্ধতিটি অনুসরন করার পূর্বে "Webmoney Keeper" এপ্স টি ইন্সটল করে ওয়েবমানি একাউন্ট খুলে নিবেন এবং আমাদের থেকে ডলার নিয়ে নিবেন।
১) প্রথমত যে পন্য টি অর্ডার করবেন, সেটিতে পে করার সময় পেমেন্ট মেথড "Webmoney" সিলেক্ট করবেন।
২) ওয়েবমানি সিলেক্ট করে "Pay Now" দিলে আপনাকে পেমেন্ট পেইযে নিয়ে যাবে, তো আপনাকে মার্ক করা জায়গায় আপনার ওয়েবমানি আইডি অথবা যে নাম্বার বা ইমেইল দিয়ে ওয়েবমানি একাউন্ট খুলেছেন সেটা দিবেন এবং পাশের ছবির কোড টি দিবেন।
৩) ৩নং ধাপে আপনাকে ওয়েবামানি একাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে।
৪) ৪নং ধাপটি ইম্পরট্যান্ট, কারন এখানে ভুল করলে আপনাকে হয়তো এক্সট্রা ০.০৫$ চার্জ দিতে হবে, ৪নং ধাপ খেয়াল করে দেখুন, "Recieve A Code" এখানে দুটি অপশন আছে, অপশন ১, আপনি ওয়েবমানি পার্সে একটি ওটিপি নিবেন, যেটার জন্যে এক্সট্রা চার্জ নেই, অপশন ২, আপনার ফোন নাম্বারে কোড নিবেন, যেটির জন্যে ০.০৫$ চার্জ কাটবে।
তো আপনারা স্ক্রিনশট অনুসারে প্রথম অপশন টি সিলেক্ট করবেন, এতে এক্সট্রা চার্জ কাটবেনা।
এরপরের ধাপ গুলো স্ক্রিনশট দেখলেই বুঝে যাবেন।
যদি পোস্টে সামান্য উপকৃত হোন, তাহলে শেয়ার করুন এবং কমেন্ট করে পাশে থাকুন!! 😊😊
ধন্যবাদ
কারো ওয়েবমানি লাগলে অথবা পেমেন্টে সহায়তা লাগলে, আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন।
ফেসবুক পেইজঃ Webmoney & Aliexpress Payment Help







Possible to send money bd to Italy?
ReplyDeleteYou can send by using international payment gatwAy...
Delete