আসসালামু আলাইকুম,  আশা করি ভালোই আছেন!!!

আমরা যারা নতুন নতুন আলি এক্সপ্রেসে অর্ডার দিই, তারা প্রায়সময় না জেনে একটি ভুল করে ফেলি,যার কারনে মাসের পর মাস যায় কিন্তু আমাদের প্রডাক্টের খবর থাকেনা।

এর অনেক গুলো কারনের মধ্যে একটি কারন সঠিক শিপিং মেথডে অর্ডার না দেওয়া।

আজ এই আর্টিকেলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ফ্রী শিপিং অথবা নামমাত্র শিপিং দ্রুত প্রডাক্ট পাবেন সেই শিপিং মেথড গুলো উল্লেখ করবো!

সাধারণত আলি এক্সপ্রেসে ফ্রী শিপিং বা নামমাত্র শিপিং চার্জের শিপিং মেথড ৫টি দেখা যায়।

১) Cainiao Super Economy Global

২) Yanwen Economic Airmall

৩) Cainiao Super Economy For Special Goods

৪) Cainiao Standard For Special Goods

৫) SunYou Economic AirMall


এই পাচটি মেথডের মধ্যে প্রথম ২টি শিপিং মেথডে প্রডাক্ট বাংলাদেশে আসতে প্রায় ৩-৪মাস লাগে,  আমি এই মেথডের অর্ডার প্রায় ৪মাস ৫দিন পরেও পেয়েছি।


বাকি ৩টি মেথডের প্রডাক্ট অনেক দ্রুত পাওয়া যায়, প্রায় ১০-৩০দিনে এইমেথডের অর্ডার গুলো পাওয়া যায়, আমি সর্বনিম্ন ৯দিনে এবং সর্বোচ্চ ৩০দিনে এই মেথডের প্রডাক্ট পেয়েছি।

এই মেথড গুলো ছাড়াও বিভিন্ন রেজিস্ট্রারড মেথডও থাকে, যেগুলো তে প্রডাক্ট পাওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যায়।




যেকোনো পরিমান ওয়েবমানি নিতে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন


Leave a Comment