ytdlp কি?
ytdlp হলো একটি কমান্ড লাইন টুলস , যেটির মাধ্যমে আপনি ইউটিউব , ফেসবুক সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। সাপোর্টেট ওয়েবসাইটসমূহকেন ytdlp ব্যবহার করবেন ?
১) PC তে আলাদা সফটওয়ার বা ওয়েবসাইট ব্যবহারের চেয়ে এই কমান্ড টুলস টি ব্যবহার আমার কাছে ভালো মনে হয়েছে। ২) অন্যান্য ওয়েবসাইট এর চেয়ে কোয়ালিটি ভালো আসে। ৩) একটি প্লেলিস্ট এক ক্লিকে ডাউনলোড দিতে পারবেন। ৪) সবচেয়ে ভালো কোয়ালিটি টি আপনাকে ডাউনলোড করে দিতে সক্ষ্ম এই টুল টি। ৫) কোনো ধরনের ব্রাউজার বা ডাউনলোড ম্যানেজারের প্রয়োজন হয় না। ৬) এই টুলস টির সম্পূর্ন ব্যবহার জানলে আরো অনেক সুবিধা পাওয়া যাবে।কিভাবে ব্যবহার করবেন এই টুলস টি?
টুলস টি সেটাপের জন্যে দুটি ফাইল প্রয়োজন,- ytdlp.exe Download Now
- ffmpeg Download Now
- প্রথমে ffmpeg compressed ফাইল টি এক্সট্র্যাক করে নিব, তারপর extract কৃত ফাইল সি ড্রাইভের program file ফোল্ডারে কপি করে নিব।










যেভাবে ভিডিও ডাউনলোড করবেন
১) প্রথমেই সি-ড্রাইভের ytdlp ফোল্ডারে যাবো, অথবা এমন ফোল্ডারে যাবো যার মধ্যে ভিডিও টি সেইভ করবেন। উপরে ফোল্ডারে পাথ এ ক্লিক করে টাইপ করবেন 'cmd'এবং এন্টার প্রেস করুন।




Leave a Comment